Anty-Glare এন্টি-গ্ল্যায়ার

মনিটরের উপর সূর্যের আলো এসে পড়লে বিরক্ত লাগতে পারে। কাজ করতেও অনেক সময় সমস্যা হয়। সরাসরি সূর্যের আলোর বিপরীতে কাজ না করলে অবশ্য এ সমস্যা হয় না। মনিটরের এখন এন্টি গ্ল্যায়ার প্রোটেকশন ব্যবহার করা হয়।

আপনি ইদানিং কালে কোন ল্যাপটপ বা মনিটর কিনতে গেলে হয়তো এই টার্মটি শুনতে পারেন।

প্রকাশ করেছেন

মাহবুব টিউটো

তিনি টিউটোরিয়ালবিডিসহ বেশ কিছু সফল অনলাইন প্রোজেক্টের উদ্যোক্তা ও পরিচালক। তিনি বর্তমানে একটি গ্রুপ প্রতিষ্ঠানে তথ্যপ্রযুক্তিতে কর্মরত আছেন। তার জন্ম, পড়ালেখা এবং আবাস্থল ঢাকায়। ফেসবুকে আর সাথে যোগাযোগ করতে পারেন। তার ইউটিউব চ্যানেলে ঘুরে আসতে পারেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

76 + = 80