AP Isolation এপি আইজোল্যাশন

ওয়্যারলেস একসেস পয়েন্ট (AP) নেটওয়ার্কের ওয়্যারলেস হটস্পটের মতো কাজ করে। যার মাধ্যমে আপনি ওয়াইফাই নেটওয়ার্কে যুক্ত হন।

ওয়াইফাই রাউটার বা একসেস পয়েন্টটি কিন্তু একইভাবে আপনার অন্যান্য কম্পিউটারের তারের নেটওয়ার্কের সাথে যুক্ত। এখন আপনার তারের নেটওয়ার্কের কম্পিউটারের সাথে ওয়্যারলেস নেটওয়ার্কের ডিভাইজসমুহ যুক্ত হওয়া কে AP Isolation বলে।

এটি Enabled থাকলে যুক্ত হতে দিবে আর Disabled থাকলে যুক্ত হতে দিবে না।

এখনকার অনেক একসেস পয়েন্টেই ডিফল্ট Disabled থাকে। ওয়্যারলেস নেটওয়ার্ক অনেক সময় অনিরাপদ ডিভাইজগুলো কানেক্ট করতে দেওয়া হয়। ধরুন আপনার কোন অতিথি আসলো তাকে ব্যবহার করতে দিলেন। সে কিন্তু অন্য ডিভাইজে ঢুকে পরতে পারে। বা ভাইরস ছড়াতে পারে।

 

প্রকাশ করেছেন

মাহবুব টিউটো

তিনি টিউটোরিয়ালবিডিসহ বেশ কিছু সফল অনলাইন প্রোজেক্টের উদ্যোক্তা ও পরিচালক। তিনি বর্তমানে একটি গ্রুপ প্রতিষ্ঠানে তথ্যপ্রযুক্তিতে কর্মরত আছেন। তার জন্ম, পড়ালেখা এবং আবাস্থল ঢাকায়। ফেসবুকে আর সাথে যোগাযোগ করতে পারেন। তার ইউটিউব চ্যানেলে ঘুরে আসতে পারেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

10 + = 16