API এপিআই

Application programming interface

বড় কোন প্রতিষ্ঠানের সার্ভিসগুলো অন্য কোন সফটওয়্যার সার্ভিসের সাথে কাজ করার জন্য API কনসেপ্ট ব্যবহার করা হয়। সেবামূলক সফটওয়্যারের একটা ইন্টাফেস কানেক্ট করার ব্যবস্থা থাকে যার মাধ্যমে কোন কোন প্রতিষ্ঠান কিছু সেবা গ্রহণ করতে পারে।

ধরুন আপনি বাল্ক এসএমএস পাঠাতে চান। মোবাইল অপারেটর থেকে এসএমএস পাঠানোর জন্য আপনাকে API একসেস দিবে। যার মাধ্যমে আপনার প্রতিষ্ঠানের সফটওয়্যারের সাথে এটি কানেক্ট করে কাস্টমাইজড এসএমএস পাঠাতে পারবেন।

প্রকাশ করেছেন

মাহবুব টিউটো

তিনি টিউটোরিয়ালবিডিসহ বেশ কিছু সফল অনলাইন প্রোজেক্টের উদ্যোক্তা ও পরিচালক। তিনি বর্তমানে একটি গ্রুপ প্রতিষ্ঠানে তথ্যপ্রযুক্তিতে কর্মরত আছেন। তার জন্ম, পড়ালেখা এবং আবাস্থল ঢাকায়। ফেসবুকে আর সাথে যোগাযোগ করতে পারেন। তার ইউটিউব চ্যানেলে ঘুরে আসতে পারেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

3 + 2 =