Batch File ব্যাচ ফাইল

ব্যাচ ফাইলের মধ্যে একের পর এক কমান্ড দেওয়া থাকে। কম্পিউটার একটির পর আরেকটি কাজ শুরুর নির্দেশনা দেওয়ার জন্য কমান্ডগুলো লিখে দেওয়া হয়।

লিনাক্স সিস্টেমে সাধারনত এরকম ফাইল তৈরী করে .bat হিসেবে সংরক্ষণ করা হয়ে থাকে।

কম্পিউটারকে নির্দিষ্ট সময় এই কমান্ডগুলো চালনার জন্য ব্যাচ ফাইল চমৎকার সুবিধা দিয়ে থাকে।

ধরুন নির্দিষ্ট সময় পর পর ব্যাকআপ নেওয়া দরকার। বা কম্পিউটার স্টার্ট হওয়ার পর কিছু প্রোগাম চালু করার বা কিছু কমান্ড চালনার জন্য কমান্ডগুলো লিখে চালু করা হয়।

আবার অনেকসময় কোন সফটওয়্যার বা সার্ভিস ইনস্টল করার জন্য অনেকগুলো কমান্ড দরকার হলে একটি বড় ব্যাচ ফাইলে তা লেখা হয় এবং সেটি রান করলেই সার্ভিসগুলো একটিভ হয়ে যায়।

প্রকাশ করেছেন

মাহবুব টিউটো

তিনি টিউটোরিয়ালবিডিসহ বেশ কিছু সফল অনলাইন প্রোজেক্টের উদ্যোক্তা ও পরিচালক। তিনি বর্তমানে একটি গ্রুপ প্রতিষ্ঠানে তথ্যপ্রযুক্তিতে কর্মরত আছেন। তার জন্ম, পড়ালেখা এবং আবাস্থল ঢাকায়। ফেসবুকে আর সাথে যোগাযোগ করতে পারেন। তার ইউটিউব চ্যানেলে ঘুরে আসতে পারেন।

One thought on “Batch File ব্যাচ ফাইল”

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

60 − 50 =