Cron Job ক্রন জব

নির্দিষ্ট সময়ে কোন কমান্ড কাজ করার জন্য লিনাক্স অপারেটিং সিস্টেমে ক্রনজব ব্যবহার হয়।

crontab কমান্ডের মাধ্যমে ক্রনজব সিডিউল করা হয়।

ক্রনট্যাব ইডিট করার জন্য crontab -e কমান্ড ব্যবহার করা হয়।

সেখানে সময় উল্লেখ করে কমান্ড লিখে দিলে সেই সময় পর পর কমান্ডটি এক্সিকিউট হবে।

অনেক সময় ব্যাচ ফাইল রান করার কমান্ড লিখে দেওয়া হয় ফলে কমান্ড সমস্টি উক্ত সময় পরপর চালু হয়।

প্রকাশ করেছেন

মাহবুব টিউটো

তিনি টিউটোরিয়ালবিডিসহ বেশ কিছু সফল অনলাইন প্রোজেক্টের উদ্যোক্তা ও পরিচালক। তিনি বর্তমানে একটি গ্রুপ প্রতিষ্ঠানে তথ্যপ্রযুক্তিতে কর্মরত আছেন। তার জন্ম, পড়ালেখা এবং আবাস্থল ঢাকায়। ফেসবুকে আর সাথে যোগাযোগ করতে পারেন। তার ইউটিউব চ্যানেলে ঘুরে আসতে পারেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

+ 85 = 94