Daemon ডেমন

ব্যবহারকারীর কমান্ড দেওয়া ছাড়াই যে সব প্রোগ্রাম ভিতরে ভিতরে চলতে থাকে তাকে ডেমন বলে।

ইউনিক্স এর মতো অপারেটিং সিস্টেম যেমন লিনাক্সে এ শব্দটি বেশি ব্যবহৃত হয়। বিভিন্ন সার্ভিস কম্পিউটার চালু হওয়ার সাথে সাথেই চলতে থাকে এবং সার্ভিস দিয়ে যেতে থাকে।

যেমন- কোন একটি ওয়েব সার্ভার সয়ংক্রিয় ভাবে HTTPD সার্ভিস চালু হয় এবং সার্ভিস দিয়ে যায়।

লিনাক্সে তিন ধরনের প্রসেস দেখতে পাই

ইন্টারেকটিভ- ইউজার যে কমান্ড দেয়।

ব্যাচ- নির্দিষ্ট সময় চালু হওয়া কমান্ড।

ডেমন- অপারেটিং সিস্টেম নিজে নিজে যে প্রসেস চালু করে।

প্রকাশ করেছেন

মাহবুব টিউটো

তিনি টিউটোরিয়ালবিডিসহ বেশ কিছু সফল অনলাইন প্রোজেক্টের উদ্যোক্তা ও পরিচালক। তিনি বর্তমানে একটি গ্রুপ প্রতিষ্ঠানে তথ্যপ্রযুক্তিতে কর্মরত আছেন। তার জন্ম, পড়ালেখা এবং আবাস্থল ঢাকায়। ফেসবুকে আর সাথে যোগাযোগ করতে পারেন। তার ইউটিউব চ্যানেলে ঘুরে আসতে পারেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

55 − 49 =