ERP- Enterprise Resource Planning ইআরপি

অনেকগুলো এপ্লিকেশন মিলে একটি সফটওয়্যার যার মাধ্যমে অনেক সুন্দরভাবে তথ্যগুলো একে অন্যের সাথে ইন্ট্রিগেট করা থাকে। প্রতিটি অংশ কে মডিউলও বলাহয়ে থাকে।

মূলতঃ কোন একটি প্রতিষ্ঠানে আগের দিনে একাউন্টিং, পেরোল, হিউম্যান রিসোর্স, প্রোডাকশন ইত্যাদির জন্য আলাদা সফটওয়্যার থাকতো। এক্ষেত্রে হিসাব ও তথ্য মিলিয়ে রিপোর্ট তৈরী করতে অনেকসময় ঝামেলা হতো। এই সমস্যা সমাধানের জন্য সবগুলো মডিউলকে একই সফটওয়্যারের ও ডাটাবেজে নিয়ে আসা হয়।

ছোট, মাঝারী, বড় ও প্রতিষ্ঠানের ধরনের উপর ভিন্ন ভিন্ন সংখ্যক মডিউল প্রয়োজন হতে পারে। অদিকাংশ ক্ষেত্রেই এই সফটওয়্যার প্রয়োজন অনেযায়ী তৈরী বা কাস্টমাইজ করে নিতে হয়।

প্রকাশ করেছেন

মাহবুব টিউটো

তিনি টিউটোরিয়ালবিডিসহ বেশ কিছু সফল অনলাইন প্রোজেক্টের উদ্যোক্তা ও পরিচালক। তিনি বর্তমানে একটি গ্রুপ প্রতিষ্ঠানে তথ্যপ্রযুক্তিতে কর্মরত আছেন। তার জন্ম, পড়ালেখা এবং আবাস্থল ঢাকায়। ফেসবুকে আর সাথে যোগাযোগ করতে পারেন। তার ইউটিউব চ্যানেলে ঘুরে আসতে পারেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

5 + 3 =