Autonomic computing অটোনমিক কম্পিউটিং

নিজে নিজে চলতে পারবে যে কম্পিউটার।

মানুষের হাত দিয়ে ইনপুট না নিয়ে নিজে নিজে নির্দেশনা নিবে এবং প্রয়োজনীয় কাজ করে যাবে এমন ধরনের কম্পিউটারকে অটোনমিক কম্পিউটার বলে। আইবিএম ২০১১ সালে এই কম্পিউটারের ধারণা দেয়।

কম্পিউটার পরিচালনার জন্য দক্ষ লোকবল দরকার এবং লোক না পাওয়াতে অনেক কাজ করা যাচ্ছে না। আর তাই অটোনমিক কম্পিউটারের প্রয়োজনীয়তা অনেক। বিভিন্ন সমস্যা সমাধানের জন্য কি ধরনের ইনপুট নেওয়া হয় তা সাধারণত সেন্সর বা অন্য কোন ডাটা থেকে নিতে পারলে অনেকটা সয়ংক্রিয় কম্পিউটার বানানো সম্ভব।