Negative Marketing নেগেটিভ মার্কেটিং

কোন প্রতিষ্ঠান বা পণ্যের নামে ভাল কথা বললে কম লোকই বিশ্বাস করতে চাইবে। কিন্তু খারাপ কথার বেশ কিছু আলোচনা হয় এবং বেশ প্রচার হয়।

সামাজিক নেটওয়ার্কে আলোচনা সমালোচনার ঝড় তোলার মাধ্যমে হাইলাইট হওয়ার জন্য বিতর্কিত কনটেন্ট বিজ্ঞাপন বা পন্য নিয়ে সমালোচিত হওয়ার মাধ্যমে প্রচারকে নেগেটিভ মার্কেটিং বলে।

কোন একটি ভিডিওকে খারাপ বললে অনেক অনেক লোক সেই ভিডিওটি দেখার জন্য হুমরী খেয়ে পরে ফলে ভিউ বাড়ায় ভিডিও তৈরীকারী বেশ লাভবান হয়। এমন রেবেকা ব্লাকের ফ্রাইডে ভিডিওটিতে অনেক বেশি আনলাইক পড়ায় অনেক বেশি সমালোচিত হওয়ায় ভিউ অনেক বেড়েছে।

অনেকে বিতর্কিত বিজ্ঞাপন তৈরী করেও প্রচারে চলে আসে। অবশ্য সব ধরনের পণ্য ও সেবার জন্য নেগেটিভ মার্কেটিং উপযুক্ত না।