Downtime ডাউনটাইম

যখন কানেকশন, হার্ডওয়্যার এবং সফটওয়্যার এর কোন কারনে সারভার/নেটওয়ার্ক লিংক বন্ধ থাকে সেই সময়কে ডাউনটাইম বলে থাকে।

আপনি কোন ইন্টারনেট কানেকশন নেওয়ার ক্ষেত্রে আইএসপিকে মাসিক সবোর্চ্চ ডাউনটাইম জিজ্ঞেস করে নিতে পারেন। বা আগের ৩ মাসের ডাউনটাইম চেক করে দেখে নিতে পারেন। এ থেকে তাদের সার্ভিস সম্পকে ধারণা পেতে পারেন। আবার হোস্টিং সারভারের ক্ষেত্রেও প্রতিষ্ঠানের ডাউন্টাইম চেক করে নিতে পারেন।

অনেক প্রতিষ্ঠান গ্রাফের মাধ্যমে তাদের ডাউনটাইম হিসাব সংরক্ষণ করে যা পরবর্তিতে নতুন কাস্টমার পেতে সহায়ক হয়। কাস্টমারের জন্যও কানেকশন /সার্ভিস নিতে সুবিধা হয়। যদি কোন আইএসপি ১% ডাউনটাইম বলে থাকে তাহলে মাসিক আপনি ৭ ঘন্টা ডাউনটাইম হলেও আইএসপিকে কিছু বলতে পারবেন না। যেহেতু এটি তার প্রতিশ্রুত ডাউনটাইমের মধ্যেই পরে।