(13) ডোমেইন নেম কি?
ডোমেইন নেম

আপনার ওয়েবসাইটের নামই ডোমেইন নেম। প্রতিটি ওয়েবসাইটের জন্য যদি কোন একটি নম্বর বা আইপি এড্রেস সেট করা হতো তাহলে কিন্তু সহজে মনে রাখা যেতো না।
www.tutorialbd.com এটি একটি ডোমেইন নেম
www ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব
tutorialbd নাম
.com TLD হলো টপ লেভেল ডোমেইন
- .com বহুল ব্যবহৃত এক্সটেনশন। সাধারণত কোম্পানি ওয়েবসাইটের জন্য ব্যবহার করা হয়।
- .net এক বা একাধিক নেটওয়ার্কের জন্য ব্যবহৃত।
- .org কোন অর্গানাইজেশন/সংগঠন এর ওয়েবসাইট এর জন্য।
- .info ব্যক্তিগত অথবা তথ্যভিক্তিক ওয়েবসাইটের জন্য ব্যবহৃত।
- .me সাধারণত পোর্টফলিও ওয়েবসাইটের জন্য ব্যবহার করা হয়।
TLD ও CCTLD কি?
TLD মানে Top Level Domain. উপরের যতগুলো ডোমেইন দেখানো হয়েছে তার সবগুলোই Top Level Domain.ccTLD হল country code top level domain. বিভিন্ন দেশের জন্য কিছু নির্দিষ্ট ডোমেইন এক্সটেনশন থাকে। যেমন .COM.BD/.IN/.PK
ডোমেইন নেম নির্বাচন করার সময় লক্ষণীয় বিষয়ঃ
- ১। সহজবোধ্য নাম নির্বাচন করতে হবে, যাতে করে ভিজিটর সহজেই নাম মনে রাখতে পারে।
- ২। ওয়েবসাইটের বিষয়বস্তুর সাথে সাদৃশ্যপূর্ণ নাম দিতে হবে।
- ৩। সংক্ষিপ্ত নাম দেখতে সুন্দর, মনে রাখাও সোজা।
- ৪। বড় কোন কোম্পানির অনুকরণে নাম দেওয়া থেকে বিরত থাকুন। যেমনঃ googlebd.com, yahooshop.com etc
- ৫। আপনার পছন্দের ডোমেইন নেম খালি আছে কিনা চেক করার জন্য এখানে দেখতে পারেন।
ডোমেইন রেজিস্ট্রেশানের সময় সতর্কতাসমূহঃ
- ১। যার থেকে ডোমেইন কিনবেন তার সাথে ডোমেইন প্রাইস নিয়ে কথা বলে নিন।
- ২। পরের বছরের রিনিউ চার্জ জেনে নিন। কিছু কিছু প্রভাইডার দেখা যায় প্রথম বছর সল্প মূল্যে দিলেও পরের বছর অনেক চার্জ করে বসে। তাই ডোমেইন অফারের আওতায় কিনলে ডোমেইন রিনিউ প্রাইস জেনে নিবেন।
- ৩। ফুল কন্ট্রোল প্যানেল দিবে কিনা জিজ্ঞাসা করে নিবেন এবং অবশ্যই ফুল কন্ট্রোল প্যানেল আপনার কাছে রাখবেন। তাহলে পরবর্তীতে আপনি যে কারো থেকে রিনিউ করাতে পারবেন।
- ৪। ডোমেইন সম্পর্কিত যেকোন সমস্যায় প্রভাইডারকে জিজ্ঞাসা করবেন। আপনাকে অবশ্যই হেল্প করবে।
http://www.somewhereinblog.net/blog/justfahad/29879688
লেখকঃ মাহবুব টিউটো
তিনি টিউটোরিয়ালবিডিসহ বেশ কিছু সফল অনলাইন প্রোজেক্টের উদ্যোক্তা ও পরিচালক। তিনি বর্তমানে একটি গ্রুপ প্রতিষ্ঠানে তথ্যপ্রযুক্তিতে কর্মরত আছেন। তার জন্ম, পড়ালেখা এবং আবাস্থল ঢাকায়। ফেসবুকে আর সাথে যোগাযোগ করতে পারেন। তার ইউটিউব চ্যানেলে ঘুরে আসতে পারেন।
হোস্টিং বেসিক
1. ওয়েব হোস্টিং কি?2. শেয়ার হোস্টিং3. ভিপিএস হোস্টিং- ভার্চুয়াল প্রাইভেট সারভার4. ডেডিকেটেড সারভার5. রিসেলার হোস্টিং6. ম্যানেজড ও আনম্যানেজড7. উইনডোজ এবং লিনাক্স হোস্টিং8. কো-লোকেশন কি?9. এসএসডি হোস্টিং10. স্পেশাল হোস্টিং11. ডকার (Docker) কি?12. ব্যান্ডউইথ ও ব্যান্ডউইথ এর পরিমাপডোমেইন বেসিকডোমেইন নেম কি?14. সাব ডোমেইন কি? Incomplete15. ডিএনএস কি?16. ডিএএস জোন ফাইল এবং বর্ণনা17. ডোমেইন হোস্টিং সম্পর্ক কিভাবে তৈরী হয়? Incomplete18. ডোমেইন কনট্রোল প্যানেল পরিচিতি Incomplete19. ডোমেইন রিসেলার কি? Incomplete20. ডোমেইন ট্রান্সফার কিভাবে করা হয়? Incomplete21. ডিএনএস প্রোপাগেশন ডিলে” কি?ওয়েবসাইট অপটিমাইজেশন22. কোন ধরনের ওয়েবসাইটের জন্য কোন হোস্টিং প্রয়োজন Incomplete23. শেয়ার ও রিসেলার হোস্টিং টার্মস24. ওয়ার্ডপ্রেস ডেভলপারদেন টিপস Incomplete25. ওয়েবসাইট দ্রুত লোড হওয়ার জন্য অপটিমাইজেশন26. ওয়েব ডেভলপারদের টিপস Incompleteওয়েব সিকিউরিটি27. ফিশিং কি?28. ফিশিং স্ক্রিপ্ট হোস্ট করা29. Brute force Attack কি?30. DDos Attack কি? কিভাবে পরিচালিত হয়? 31. Leech Protection Incomplete32. Shell Fork Bomb Protection Incomplete33. Email spamming34. সিএমএস এবং থিম এর মাধ্যমে স্প্যামিং35. সিএমএস এবং থিম এর মাধ্যমে স্প্যামিং Incomplete36. SQL Injection Incomplete37. Nulled Scriptঘরোয়া সারভার স্থাপন38. সারভারের অনন্য বৈশিষ্ট্য 39. সারভার রুমের পরিবেশ 40. টেকনিক্যাল সাপোর্ট Incompleteওয়েব হোস্টিং ব্যবসা41. ওয়েব হোস্টিং ব্যবসা কি? Incomplete42. কিভাবে রিসেলার দিয়ে শুরু করা যায়? Incomplete43. ওয়েব হোস্টিং সাপোর্ট টিপস Incomplete44. ওয়েব হোস্টিং মার্কেটিং টিপস Incomplete45. হোস্টিং ক্লাইন্টের সাথে যোগাযোগ টিপস46. হোস্টিং কনট্রোল প্যানেল কি?47. সি-প্যানেল (cPanel) কি?48. ওয়েব হোস্ট ম্যানেজার (WHM) কি?49. WHMCS কি?
সর্বসত্ব সংরক্ষিত ২০১০-১০১৭ ফেসবুক পাতা | ফেসবুক গ্রুপ | টুইটার | ইমেইল সাবসক্রাইব | আরএসএস ফিডপ্রকাশকঃ মাহবুব টিউটো