(33) Email spamming
ইমেইল মার্কেটিং প্রতিষ্ঠানগুলো থেকে বিভিন্ন বিজ্ঞাপনমূল ইমেইল পান নি এমন লোক কমই আছে। আজকের আলোচনা ইমেইলের মাধ্যমে স্প্যাম ছড়ানো এবং সারভারে তার প্রভাব।
ইমেইল স্প্যাম বা জাঙ্ক ইমেইল (junk email) মূলতঃ কম্পিউটার দিয়ে সয়ংক্রিয়ভাবে পাঠানো ইমেইলকেই বলা হয়। এই ইমেইলগুলো বিভিন্ন প্রতিষ্ঠান তাদের মার্কেটিং এর জন্য পাঠিয়ে থাকে। অনেকে ফিংশিং করার জন্যও ফিশিং সাইটের লিংক দিয়ে ইমেইল পাঠাতে থাকে। ভাইরাস নির্মাতারাও ভাইরাস বা ট্রোজানের এটাচমেন্ট সহ ইমেইল পাঠাতে পারে। ভাইরাসসহ ইমেইলগুলো ডাউনলোড করা হলে এটি কম্পিউটারকে আক্রান্ত করে। এবং এই কম্পিউটারের কন্টাক্ট লিস্ট থেকেও আরো ইমেইল করতে পারে।ম্প্যাম টেকনোলজী
- ১. Append: আপনি কোন একটি প্রতিষ্ঠানে আপনার ইমেইল আইডি দিয়েছেন। বা কোন ওয়েবসাইটে ইমেইল দিয়ে রেজিস্ট্রেশন করেছেন। তারা আপনার ইমেইল আইডিতে নিয়মিত ইমেইল পাঠাতে থাকলো। এটা একধরনের স্প্যাম। আবার আপনার ই্মেইল লিস্ট তারা অন্য প্রতিষ্ঠানে বিক্রি করে দিলো। সেই প্রতিষ্ঠান নিয়মিত ইমেইল পাঠাতে থাকলো।
আপনি হয়তো কোন ওয়েবসাইটে রেজিস্ট্রেশনের সময় ইমেইলের পাসওয়ার্ড দিয়েই রেজিস্ট্রেশন করে ফেলেছেন। তারা আপনার ইমেইলে ঢুকে আপনার কন্টাক্ট লিস্ট চুরি করে তাদের কে আপনার ইমেইল থেকেই মেইল পাঠাতে পারে। এটা আরো ভয়াবহ।
- ২. ছবি স্প্যামঃ টেক্সট ইমেইল অনেকসময়ই এন্টিস্প্যাম সফটওয়্যার ধরে ফেলে এবং জাঙ্ক ফোল্ডারে পাঠিয়ে দেয়ে। তাই ছবি পাঠিয়েও আপনাকে বিরক্ত করার জন্য বসে আছেন স্প্যামাররা।
- ৩. খালি স্প্যামঃ আপনি যদি কোন ইমেইল পেয়ে থাকেন যেখান কোন লেখা নেই। সেটি ব্লাঙ্ক স্প্যাম। এটি পাঠানোর কারন আছে। আপনার ইমেইলটি সঠিক কিনা বা ব্যবহার হচ্ছে কিনা সেটা জাচাই করার জন্য তারা এটি পাঠিয়েছে। ইমেইলটি যদি বাউন্স করে তাহলে তারা আর এই ইমেইলে মেইল করবে না।
ম্প্যাম পাঠানোর বৈধতাঃ
স্প্যাম ইমেইল পাঠানো যে কোন আইএসপিতেই অবৈধ। কেউ স্প্যাম ইমেইল পাঠালে তার আইপি ব্লাকলিস্ট হতে পারে। আইপি ব্লাকলিস্ট হলে এই আইপি বিভিন্ন ফায়ারওয়াল ও এন্টিস্প্যামের কাছ চলে যাবে। এবং সঠিক ইমেইল পাঠালেও এটিকে জাঙ্ক ইমেইল মনে করতে পারে।এন্টিস্প্যাম টেকনোলজীঃ
বিভিন্ন প্রতিষ্ঠান স্প্যাম ফিল্টারের জন্য বিভিন্ন টেকনোজী ব্যবহার করে থাকে। তার মধ্যে কয়েকটি এমন-- ১. ধরুন কোন একটি প্রতিষ্ঠান একই ইমেইল ১০০০০ টি ইমেইল পাঠিয়েছে। যার মধ্যে ১০০০টি gmail.com গুগল এই ইমেইলগুলো যাচাই করে দেখবে এবং ই্মেইলটিকে জাঙ্কে পাঠিয়ে দিবে। জাঙ্কে পাঠানোর জন্য গুগল দেখবে ইমেইল ব্যবহারকারীরা এটিকে জাঙ্ক মেইল বলেছে কিনা।
- ২. ধরুন কোন একটি ইমেইল অনেক বেশি সংখ্যক লিংক আছে। ইমেইল ফিল্টার বা ফায়ার ওয়াল এটিকে স্প্যাম হিসেবে অবিহিত করার সম্ভাবনা অনেক বেশি।
- ৩. কোন একটি ইমেইল ব্লাক লিস্ট আইপি থেকে আসলে সেটি ভাল ইমেইল হলেও সেটিকে জাঙ্ক ইমেইল মনে করা হবে।
লেখকঃ মাহবুব টিউটো
তিনি টিউটোরিয়ালবিডিসহ বেশ কিছু সফল অনলাইন প্রোজেক্টের উদ্যোক্তা ও পরিচালক। তিনি বর্তমানে একটি গ্রুপ প্রতিষ্ঠানে তথ্যপ্রযুক্তিতে কর্মরত আছেন। তার জন্ম, পড়ালেখা এবং আবাস্থল ঢাকায়। ফেসবুকে আর সাথে যোগাযোগ করতে পারেন। তার ইউটিউব চ্যানেলে ঘুরে আসতে পারেন।
হোস্টিং বেসিক
1. ওয়েব হোস্টিং কি?2. শেয়ার হোস্টিং3. ভিপিএস হোস্টিং- ভার্চুয়াল প্রাইভেট সারভার4. ডেডিকেটেড সারভার5. রিসেলার হোস্টিং6. ম্যানেজড ও আনম্যানেজড7. উইনডোজ এবং লিনাক্স হোস্টিং8. কো-লোকেশন কি?9. এসএসডি হোস্টিং10. স্পেশাল হোস্টিং11. ডকার (Docker) কি?12. ব্যান্ডউইথ ও ব্যান্ডউইথ এর পরিমাপডোমেইন বেসিক13. ডোমেইন নেম কি?14. সাব ডোমেইন কি? Incomplete15. ডিএনএস কি?16. ডিএএস জোন ফাইল এবং বর্ণনা17. ডোমেইন হোস্টিং সম্পর্ক কিভাবে তৈরী হয়? Incomplete18. ডোমেইন কনট্রোল প্যানেল পরিচিতি Incomplete19. ডোমেইন রিসেলার কি? Incomplete20. ডোমেইন ট্রান্সফার কিভাবে করা হয়? Incomplete21. ডিএনএস প্রোপাগেশন ডিলে” কি?ওয়েবসাইট অপটিমাইজেশন22. কোন ধরনের ওয়েবসাইটের জন্য কোন হোস্টিং প্রয়োজন Incomplete23. শেয়ার ও রিসেলার হোস্টিং টার্মস24. ওয়ার্ডপ্রেস ডেভলপারদেন টিপস Incomplete25. ওয়েবসাইট দ্রুত লোড হওয়ার জন্য অপটিমাইজেশন26. ওয়েব ডেভলপারদের টিপস Incompleteওয়েব সিকিউরিটি27. ফিশিং কি?28. ফিশিং স্ক্রিপ্ট হোস্ট করা29. Brute force Attack কি?30. DDos Attack কি? কিভাবে পরিচালিত হয়? 31. Leech Protection Incomplete32. Shell Fork Bomb Protection IncompleteEmail spamming34. সিএমএস এবং থিম এর মাধ্যমে স্প্যামিং35. সিএমএস এবং থিম এর মাধ্যমে স্প্যামিং Incomplete36. SQL Injection Incomplete37. Nulled Scriptঘরোয়া সারভার স্থাপন38. সারভারের অনন্য বৈশিষ্ট্য 39. সারভার রুমের পরিবেশ 40. টেকনিক্যাল সাপোর্ট Incompleteওয়েব হোস্টিং ব্যবসা41. ওয়েব হোস্টিং ব্যবসা কি? Incomplete42. কিভাবে রিসেলার দিয়ে শুরু করা যায়? Incomplete43. ওয়েব হোস্টিং সাপোর্ট টিপস Incomplete44. ওয়েব হোস্টিং মার্কেটিং টিপস Incomplete45. হোস্টিং ক্লাইন্টের সাথে যোগাযোগ টিপস46. হোস্টিং কনট্রোল প্যানেল কি?47. সি-প্যানেল (cPanel) কি?48. ওয়েব হোস্ট ম্যানেজার (WHM) কি?49. WHMCS কি?
সর্বসত্ব সংরক্ষিত ২০১০-১০১৭ ফেসবুক পাতা | ফেসবুক গ্রুপ | টুইটার | ইমেইল সাবসক্রাইব | আরএসএস ফিডপ্রকাশকঃ মাহবুব টিউটো