ক্লিক এবং ডাবল-ক্লিক ইভেন্ট (Click & dblclick Event) :

ক্লিক(click) ইভেন্ট : যখন Mouse এর বাম(Left) বাটনে ক্লিক করা হয়, তখন Click Event সংগঠিত হয় (Occurs when a mouse click)। এ ক্ষেত্রে একটি বিষয় মনে রাখতে হবে যে, Mouse এ Click করে ছেড়ে দিতে হবে; ছেড়ে না দেয়া পর্যন্ত Click Event সংগঠিত হবে না।
ডাবল-ক্লিক(dblclick) ইভেন্ট : যখন Mouse এ্রর বাম(Left) বাটনে পর পর দু বার ক্লিক করা হয়, তখন Double Click Event সংগঠিত হয়(Occurs when a mouse double-click)। Double Click এ দুটি Click এর মধ্যে Maximum time কতটুক হবে তা operating system এবং browser এর উপর নির্ভর করে, তাই একই element এ Click এবং Double Click দুটি event একত্রে ব্যবহার করা ঠিক নয়।
<html> <head> <script src="http://code.jquery.com/jquery-latest.js"></script> <style type="text/css"> #singleClick, #doubleClick{ float:left; padding:8px; margin:16px; border:1px solid blue; width:150px; height:150px; background-color:#999966; } </style> </head> <body> <h1>jQuery click() and dblclick() examples</h1> <div id="doubleClick"> Double Clicks Me </div> <div id="singleClick"> Single Click Me </div> <script type="text/javascript"> $('#singleClick').click(function(){ $('#singleClick').slideUp(); }); $('#doubleClick').dblclick(function(){ $('#doubleClick').fadeOut(); }); </script> </body> </html>
Demo :
লেখকঃ ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের(DUET) কম্পিউটার সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং(CSE) বিভাগের ৪র্থ বর্ষের এক জন ছাত্র। তিনি ওয়েব ডিজাইন, ওয়েব ডেভলপমেন্ট এর বিভিন্ন বিষয় যেমন : এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, জে কোয়েরি, পিএইচপি, .Net ইত্যাদি বিষয়ের উপর অভিজ্ঞ। তিনি ACM ICPC সহ বিভিন্ন আন্তর্জাতিক প্রোগ্রামিং প্রতিযোগীতায় অংশগ্রহন করেছেন। তাকে ফেসবুকে অনুসরন করতে এখানে ক্লিক করুন।