নতুন সিপ্যানেল তৈরি করতে হলে Account Function এ ক্লিক করতে হবে।নিচের ছবির মত পেজ আসবে-
Create a New Account এ ক্লিক করতে হবে। নিচের মত ছবি আসবে-
Domain Information এর নিচের অংশে যা থাকবে-
Domain: এখানে যে ডোমেইন এর জন্য সিপ্যানেল তৈরি করতে হবে তার নেম দিতে হবে।
যেমন-tutorial.com (ছবিতে)
Usernameঃ ইউজারনেম নিজে নিজে তৈরি হবে।
Passwordঃ পাসওয়ার্ড দিতে হবে
Re-type Passwordঃ পুনরায় পাসওয়ার্ড দিতে হবে।
Strengthঃ এখানে দেখাবে পাসওয়ার্ড কেমন শক্তিশালী হয়েছে। এখানে উল্লেখ্য, সিপ্যানেল পাসওয়ার্ড অবশ্যই কঠিন করে দেওয়া উচিত।
চাইলে পাসওয়ার্ড জেনারেটর ও ব্যবহার করা যাবে password generator থেকে।
Emailঃ ইমেইলে সিপ্যানেল ওনারের নাম দিতে হবে।
যেমন- আমি দিলাম tutorial@gmail.com
এখানে ইনফরমেশন অংশ শেষ এর নিচে থাকবে প্যাকেজ।
Packageঃ প্যাকেজ এর তালিকা থেকে কোন প্যাকেজ দিব তা সিলেক্ট করে দিতে হবে।
এর নিচে একাউন্ট তৈরি করার মত কেমন রিসোর্স আপনার রিসেলারে রয়েছে তার তালিকা দেখাবে।
Account Creation Resource Informationএ যা থাকবেঃ
Account Limitsঃ এখানে Disk Space কতটুকু এর মধ্যে ব্যবহার হয়েছে এবং আর কতটুকু বাকি তা দেখানো হয়েছে। Bandwidth তে ব্যান্ডউইথ এর পরিমান দেখায়।
নিচের ছবিতে দেখানো হয়েছে , রিসেলারটির ডিস্ক স্পেস এবং ব্যান্ডউইথের ব্যবহারের পরিমাণ। ছবিতে ৫০০০০ ডিস্ক স্পেস থেকে ১৮৭৯৮.৭৪ ব্যবহার হয়েছে।
Accounts Limits Based on Resourcesঃ এখানে কোন প্যাকেজে কেমন স্পেস ব্যবহৃত হয়েছে তা দেখানো হয়েছে।
ছবিতে প্যাকেজগুলোর অবস্থা দেখানো হয়েছে। বাম পাশে নির্দিষ্ট প্যাকেজের অধীনে কয়টি সিপ্যানেল তৈরি করা হয়েছে তা দেখায়। আর ডান পাশে আর কয়টি সিপ্যানেল তৈরি করা যাবে প্যাকেজটির অধীনে তা দেখায়।
এর পর create বাটনে ক্লিক করতে হবে ।
এর পর নিচের মত তথ্য আসবে।
অর্থাৎ একাউন্ট তৈরি হয়ে গেল।
যে তথ্যগুলো আসবে তার মাঝের New Account Info (ছবিতে লাল বক্স করা) অংশটা কপি করে তা সিপ্যানেল ওনারকে অর্থাৎ আপনার নির্দিষ্ট গ্রাহকটিকে মেইল করে দিতে হবে।
ধন্যবাদ, সুন্দর পোষ্ট 🙂
ধন্যবাদ আপনার সুন্দর পোষ্ট এর জন্য। একটা সমস্যা হল এই যে, আমি যদি কাওকে শুধুমাত্র হোস্টিং দিতে চাই। কোন প্রকার ডোমেইন ছাড়া। অর্থাত আমি বলতে চাচ্ছি যে, ডোমেইন নেম ছাড়া সিপ্যানেল একাউন্ট তৈরী করা যাবে কি না।
সিপ্যানেল একাউন্ট তৈরি করার জন্য ডোমেইন নেম দিতে হবেই।