সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এসইও ) টিউটোরিয়াল । গত পর্বে আমরা কিওয়ার্ড স্থাপন নিয়ে আলোচনা করেছিলাম । আজ আমরা আলোচনা করবো সাইট ম্যাপ সাবমিট নিয়ে । সাইটম্যাপ নিয়ে মূলত দুইটি পোষ্ট এর মাধ্যমে আলোচনা করা হবে । প্রথম অংশ হচ্ছে, সাইট ম্যাপ তৈরি করা এবং দ্বিতীয় অংশ হচ্ছে গুগল ওয়েব মাষ্টার টুলস এ সাইট ম্যাপ সাবমিট করা । সুতরাং, আজকে আমরা দেখবো কিভাবে সাইট ম্যাপ তৈরি করতে হয়?
সাইট ম্যাপ সাবমিট অনপেইজ এসইও এর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ । মূলত, এটি হচ্ছে অনপেইজ এসইও এর সর্বশেষ ধাপ । আপনার সাইটের একটি সাইটম্যাপ গুগলকে দিয়ে দিলে আপনার সাইটটি প্রথম পেইজ এ আনতে সুবিধা হবে ।
সাইটম্যাপ তৈরি করার জন্য প্রথমে এই লিঙ্ক এ প্রবেশ করুন । এবার নিচের মত একটি পেইজ আসবে;
উপরের ফর্ম এ সাইটের নাম এবং ফর্মগুলো যথাযথভাবে পূরণ করে ‘Start’ বাটনে ক্লিক করুন । সাইটম্যাপ তৈরি হতে কিছুক্ষন সময় লাগতে পারে । আপনার সাইটটি যত বড় হবে সাইটম্যাপ তৈরি হতে তত বেশী সময় লাগবে । সাইটম্যাপ তৈরি হলে নিচের চিত্রের মত আসবে;
সাইটম্যাপ তৈরি হলে বেশকিছু আপনার সাইটের তৈরিকৃত সাইটম্যাপ ফাইল পাবেন । সেখান থেকে ‘sitemap.xml’ টি ডাউনলোড করুন এবং তা সেভ করে রাখুন ।
আজকের এসইও টিউটোরিয়াল এ পর্যন্তই । বুঝতে কোন অসুবিধা হলে কমেন্ট এর মাধ্যমে জানান ।
আগামী পর্বে থাকছেঃ সাইটম্যাপ সাবমিট করা ।
লেখাটি ভালো লাগলো।
অসাধারন একটি টিউটোরিয়াল শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনি এই টিউটোরিয়ালটি সফল ভাবে সম্পূর্ণ করবেন
Free Blog and wordpress এর Sitemap তৈরি করতে পেরেছি কিন্তু Sitemap Submit করতে পারছি না। কারণ জানালে খুশি হৰ।
http://www.elance.com