ফরম – পিএইচপি

পিএইচপিতে খুব সহজেই এইচটিএমএল এর ফরমের সাথে কাজ করা যায়। মূল ফরমের ডিজাইনটি থাকে এইচটিএমএল এর এবং এর ফিল্ডগুলো পিএইচপি ফাইল কল করে কাজ করে। এইচটিএমএল ফরম অংশ জানা না থাকলে দেখে নিলে ভাল হবে।

নিচের কোডটি দেখিঃ

<!DOCTYPE HTML>
<html>  
<body>

<form action=”welcome.php” method=”post”>
Name: <input type=”text” name=”name”><br>
E-mail: <input type=”text” name=”email”><br>
<input type=”submit”>
</form>

</body>
</html>

welcome.php এর কোড

<html>
<body>

Welcome <?php echo $_POST[“name”]; ?><br>
Your email address is: <?php echo $_POST[“email”]; ?>

</body>
</html>

নিচের আউটপুট দেখতে পাবেনঃ

এখানে ফরমটি ঠিক মতো কাজ না করলে আলাদাভাবে এখানে দেখুন । উদাহরণটি w3schools.com থেকে নেওয়া হয়েছে।

কোডের ব্যাখ্যাঃ

এখানে $_POST[“name”] এবং $_POST[“email”] আগের ফরমের তথ্য পরের পিএইচপি ফাইলে পাঠায়। পোস্ট এর মাধ্যমে তথ্য পাঠালে তা ভিজিটর দেখতে পায় না। অনেক সময় এনক্রিপ্ট ডাটাও পোস্টে মাধ্যমে পাঠানো যায়।

ডাটা পাঠানোর আরেকটা মাধ্যম $_GET ইউআরএল থেকে তথ্য নিয়ে পেজে কাজ করে।