একশন পেলেট ফটোশপে খুবই গুরুত্বপূর্ণ । এর মাধ্যমে একটি অবজেক্টএর জন্য তৈরি Action অন্য অবজেক্টে ব্যবহার করা যায়। একশন পেলেটটি নিচের চিত্রের মতো:
কোন একটি অবজেক্টক এর উপর একশন দেয়ার আগে সেই একশনটিকে রেকর্ড করে রাখবো, পড়ে সেটি ব্যবহার করবো। রেকর্ড করার আগে একশন পেলেটের বাম পাশের তির চিহ্নিত বাটনে ক্লিক করে New Action এ ক্লিক করি।
নিচের মতো উইনডো আসবে-
একশনটির নাম দিয়ে যে কোন অবজেক্টকে ইফেক্ট দেওয়া হলে Stop Recording এ ক্লিক করি।
4 thoughts on “একশন পেলেট”
Comments are closed.
Thanks vi
Pingback: বাংলা টিউটরিয়াল|বাংলা ভাষায় বিশ্বের প্রথম টিউটরিয়াল সাইট | Bangla Tutorials » Blog Archive » ফটোগ্রাফারের ফটোশপ
ফটোশপের বিস্তারিত মানে এ টু জেড টিউটরিয়াল চাই যাতে করে নতুন থেকে পুরাতন সকলে এটা শিখতে পারে এই সাইট থেকে। সেজন্য বেসিক থেকে শেষ পর্যন্ত সবগুলো সফটওয়্যারের(ফটোশপ,ম্যাক্স,অটোক্যাড প্রভৃতি) টিউটরিয়াল দেবার জন্য এই সাইটের এডমিন এবং কর্তৃপক্ষকে অনুরোধ করছি। এতে করে সাইটের মানও বাড়বে এবং জনপ্রিয়ও হবে।
ধন্যবাদ মেহেদী ভাই। আপনি সহ সবাইকে কিছু কিছু টিউটরিয়াল লিখতে অনুরোধ করছি। সবার জন্যই আমরা কাজ করে যাবো। একটি অনলাইন বিদ্যালয় তৈরীতে সবার সহযোগিতা প্রয়োজন।