পর্ব ৫: কিভাবে ওয়ার্ডপ্রেসের তৈরী ব্লগকে সম্পূর্ণ বাংলায় পরিণত করবেন

ওয়ার্ডপ্রেস ব্লগ বাংলা করতে যা প্রয়োজন হবেঃ

(১) প্রথমে .mo ফাইলটি ডাউনলোড করুন এবং Filezilla দিয়ে আপনার রুটে প্রবেশ করুন , রুটটি হলো yourdomain.com —> htdocs —> wp-contents —> এইখানে একটি ফোল্ডার বানান , ফোল্ডার বানাতে মাউসের ডান বাটন ক্লিক করে Creat Directory তে ক্লিক করুন , ফেল্ডারটির নাম দিন languages এবং এই languages ফোল্ডারে rm2334.mo আপলোড করে দিন। এবার রুট থেকে ব্যাকে আসুন লেখা আসবে languages , plugins , themes, আবার ব্যাকে আসুন শো করবে wp-contents , wp-admin , wp-includes ইত্যাদি এর নিচে config.php ফাইলটি খুজুন , খুজে পেলে– এখন দুইভাবে করা যাবে(১) ফাইলটির উপর ডান বাটন ক্লিক করুন view and edit এ ক্লিক করুন ফাইলটি কোড ইডিটর সফ্টওয়ার(Macro Media Dream weaver বা এই জাতীয় সফ্টওয়ার) থাকলে ওপেন হবে define (’WPLANG’, ”); এই কোডটুকু খুজে বের করুন তারপর এই কোডের উপর define (’WPLANG’, ‘rm2334′); এইকোড টুকু রিপ্লেস করুন , ফাইলটি সেভ করুন , সেভ করতে গেলে লেখা আসবে Finish Editing and Delete Local , এখানে টিক দিয়ে yes দিন . স্ক্রিনসট দেখুন

(২) ফাইলটি ডাউনলোড করুন , তারপর নোটপ্যাড এর মাধ্যমে ফাইলটি ওপেন করুন , এখন define (’WPLANG’, ”); এই কোডটুকু খুজে বের করুন তারপর এই কোডের উপর define (’WPLANG’, ‘rm2334′); এইকোড টুকু রিপ্লেস করুন , ফাইলটি সেভ করুন এবং এই ফাইলটি পুনরায় yourdomain.com —> htdocs —> এই রুটে আপলোড করুন , ফাইলটি আপলোড করতে গেলে রিপ্লেস করতে বলবে রিপ্লেস করুন। আপলোড বা Filezilla ব্যবহার করার নিয়ম জানতে এই পোষ্টটি পড়ুন অথবা এইখান থেকেও পড়তে পারেন
ব্যাস হয়ে গেল , এখন আপনার ড্যাসবোর্ডটি চেক করুন দেখুন হয়ে গেছে

তারপরেও যদি বাংলা না দেখা যায় তবে এ নিয়মে করতে পারেন

(১) প্রথমে .mo ফাইলটি ডাউনলোড করুন এবং Filezilla দিয়ে আপনার রুটে প্রবেশ করুন , রুটটি হলো yourdomain.com —> htdocs —> wp-contents —> এইখানে একটি ফোল্ডার বানান , ফোল্ডার বানাতে মাউসের ডান বাটন ক্লিক করে Creat Directory তে ক্লিক করুন , ফেল্ডারটির নাম দিন languages এবং এই languages ফোল্ডারে rm2334.mo আপলোড করে দিন। এবার রুট থেকে ব্যাকে আসুন লেখা আসবে languages , plugins , themes, আবার ব্যাকে আসুন শো করবে wp-contents , wp-admin , wp-includes ইত্যাদি এর নিচে config.php ফাইলটি খুজুন , খুজে পেলে– এখন দুইভাবে করা যাবে(১) ফাইলটির উপর ডান বাটন ক্লিক করুন view and edit এ ক্লিক করুন ফাইলটি কোড ইডিটর সফ্টওয়ার(Macro Media Dream weaver বা এই জাতীয় সফ্টওয়ার) থাকলে ওপেন হবে define define(’DB_CHARSET’, ”); এই কোডটুকু খুজে বের করুন তারপর এই কোডের উপর define define(’DB_CHARSET’, ‘UTF-8′); এইকোড টুকু রিপ্লেস করুন , ফাইলটি সেভ করুন , সেভ করতে গেলে লেখা আসবে Finish Editing and Delete Local , এখানে টিক দিয়ে yes দিন . স্ক্রিনসট দেখুন

(২) ফাইলটি ডাউনলোড করুন , তারপর নোটপ্যাড এর মাধ্যমে ফাইলটি ওপেন করুন , এখন define define(’DB_CHARSET’, ”); এই কোডটুকু খুজে বের করুন তারপর এই কোডের উপর define define(’DB_CHARSET’, ‘UTF-8′); এইকোড টুকু রিপ্লেস করুন , ফাইলটি সেভ করুন এবং এই ফাইলটি পুনরায় yourdomain.com —> htdocs —> এই রুটে আপলোড করুন , ফাইলটি আপলোড করতে গেলে রিপ্লেস করতে বলবে রিপ্লেস করুন। আপলোড বা Filezilla ব্যবহার করার নিয়ম জানতে এই পোষ্টটি পড়ুন অথবা এইখান থেকেও পড়তে পারেন
ব্যাস হয়ে গেল , এখন আপনার ড্যাসবোর্ডটি চেক করুন দেখুন হয়ে গেছে।

4 thoughts on “পর্ব ৫: কিভাবে ওয়ার্ডপ্রেসের তৈরী ব্লগকে সম্পূর্ণ বাংলায় পরিণত করবেন”

  1. ভাই home কি ভাবে পরিবরতন করব একটু কি বিস্তারিত বলবেন ।

  2. স্ক্রিনসট দেখুন দেকায় না কেনে? আমার কম্পিউটার এ আপচি সারভাভ ইন্সটল করা আছে । নেট ছারা কম্পিউটার এ হবে নাকি হবে না ???? pppppপ্লিজ হেল্প …………………………

  3. “Parse error: syntax error, unexpected T_STRING in /home/gmsujon/public_html/lyricslab/wp-config.php on line 36”

    আপনি যেভাবে করেছেন, সেভাবে করলে আমাকে এই মেসেজ দেখায়… কি করব বলেন?

  4. পাগলা

    rm2334.mo এটা দিয়ে বাংলা করলে dashboard এর জায়গায় Rajib board থাকে
    যা ব্যক্তিগত ব্লগে আরেক জনের নাম থাকা দৃষ্টিকটু ।

Comments are closed.