পিএইচপি ফাইল প্রদর্শন (Display PHP file)

পি এইচ পি একটি স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। পি এইচ পি তে লেখা যেকোন প্রোগ্রাম তথা স্ক্রিপ্ট index.php এর অনুরূপ (.php) ডট পি এইচ পি এক্সটেনশন দ্বারা save করা হয়। পি এইচ পি তে লেখা স্ক্রিপ্ট সমূহ ব্রাউজারে প্রদর্শণের পূর্বে C:\xampp\htdocs লোকেশনে অর্থাৎ htdocs ফোল্ডারের মধ্যে রাখতে হবে। যদি পি এইচ পি স্ক্রিপ্ট বা ফাইলটি index.php হয় তাহলে ব্রাউজারের মাধ্যমে প্রদর্শন করার জন্য index.php ফাইলটিকে htdocs ফোল্ডারের মধ্যে রাখতে হবে। ব্রাউজারে ফাইলটি প্রদর্শণের জন্য ব্রাউজারের এড্রেস বারে লেখতে হবে http://localhost/index.php । আবার যদি htdocs ফোল্ডারের মধ্যে কোন নতুন ফোল্ডার যেমন site নামে একটা ফোল্ডার তৈরি করে তার মধ্যে index.php ফাইলটিকে রাখা হয় তাহলে ব্রাউজারের এড্রেস বারে লেখতে হবে http://localhost/site/index.php


Tutorial Moved Here লেখকঃ অসীম কুমার
তিনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ লেখাপড়া করছেন। টিউটোরিয়ালবিডি ও বিজ্ঞানপ্রযুক্তি ব্লগে তিনি ইলেক্ট্রনিক্স সহ বিভিন্ন টেকনোলজি বিষয়ে লিখে থাকেন। বর্তমানে তিনি লেখাপড়ার পাশাপাশি টিউটোহোস্টে কর্মরত আছেন।
All right reserved 2010-2017 | Facebook Page | Facebook Group