আসসালামু আলাইকম।
টিউটোরিয়ালবিডিতে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ! আপনি অনেক পাতা পড়েছেন যা আমি পছন্দ করি। দয়াকরে লগইন করুন সদস্য না হয়ে থাকলে প্রিমিয়াম সদস্য হয়ে সব টিউটোরিয়াল এবং সব প্রিমিয়াম কনটেন্টের আনলিমিটেড একসেস পেতে পারেন। অল্প কিছু টাকা খরচ হলেও শিক্ষাবিস্তারে এটা আপনার অবদানও বটে ।
১. ফ্রিঃ রেজিস্ট্রেশন করে দৈনিক আরো বেশি সংখ্যক পোস্ট পড়তে পারবেন, তবে অসংখ্য না। বিজ্ঞাপন প্রদর্শিত হতেও পারে। সারভারের খরচ বাঁচাতে এটা করা হয়েছে।
২. মাসিক সদস্য ফিঃ ৮৫ টাকা মাত্র। প্রিমিয়াম টিউটোরিয়াল ও পোস্ট এক মাসের জন্য দৈনিক অসংখ্য বার পড়তে পারবেন।
৩. বাৎসরিক সদস্য ফিঃ এক বছরের জন্য ৫০% কমে মাত্র ৫০০ টাকা । প্রিমিয়াম টিউটোরিয়াল ও পোস্ট এক বছরের জন্য দৈনিক অসংখ্য বার পড়তে পারবেন। কোন বিজ্ঞাপন প্রদর্শিত হবে না। আপনার টাকা প্রিমিয়াম লেখকদের সম্মানী ও সারভারের মাসিক খরচ মিটাতে কাজে লাগবে।
টাকা পাঠানোর পদ্ধতিঃ
- মাসিক ফি ৮৫ টাকা পাঠাতে রিচার্জ (আই টপ) করুন ০১৯১৫৬৩৪৩২৮ নম্বরে।
- বাৎসরিক ফি পাঠাতে ৫০০ টাকা বিকাশ করুন 01713221746 (পারসোনাল) নম্বরে।
ব্যাংক তথ্য পেতে এখানে ক্লিক করুন।