কোন বস্তুর তৃমাত্রিক অবয়ব স্ক্যান করাকে থ্রিডি স্ক্যানার বলে। থ্রিডি স্ক্যানারের মাধ্যমে কোন বস্তুর সব দিক থেকে দূরত্বের ডাটা নিয়ে থ্রিডি ছবি তৈরী করে।
থ্রিডি স্ক্যানারের মাধ্যমে থ্রিডি ইমেজ তৈরী করা যায়। বাজারে বেশ কিছু থ্রিডি স্ক্যানার রয়েছে যা থ্রিডি মডেল তৈরী করতে পারে।
উল্লেখ্য বিভিন্ন থ্রিডি এনিমেশন মুভিতে থ্রিডি স্ক্যানারের বহুল ব্যবহার রয়েছে। এমন কি বিভিন্ন বাস্ত প্রানীর স্ক্যান করে সেটিতে মুভমেন্ট এমনভাবে করা হয় আপনার মনে হবে এটি সত্যিকারের প্রানী নরা চরা করছে। এমন কি মানুষের থ্রিডি স্ক্যান করেও মুভমেন্ট করানো যেতে পারে।
থ্রিডি প্রিন্টার উদ্ভাবনের কারনে খুব সহজেই কোন মডেল স্ক্যান করে তা প্রিন্ট করা যাচ্ছে। বিশেষ করে বিভিন্ন ম্যাকানিক্যাল পার্টস নিজেই স্ক্যান ও ডিজাইন করে প্রিন্ট করা যাচ্ছে।