Accelerometer

উপর-নীচ বা ডান বামে যাওয়ার বেপারটা জানা যায় এসেলেরোমিটার থেকে। এটি মূলতঃ ত্বরণ পরিমাপ করে। আমরা জানি ত্বরণে দিক রয়েছে। অর্থাৎ, এক্স, ওয়াই, জেট তিন অক্ষে কোন দিক হতে কোন দিকে গেল তা জানা যায়।

স্মার্ট ফোনের এসেলেরোমিটার ফোনটির ডান বাম বা উপর নীচ অবস্থানের পরিবর্তন বুঝতে পারে এবং ইলেক্ট্রিক সিগন্যাল দেয় যা অনুসারে ফোনের সফটওয়্যার কাজ করে।

গেম খেলার জন্য বা ফোনের এপসগুলোর হরিজন্টাল বা ভার্টিক্যাল রেসপন্সিভ ব্যবহারের জন্য এসিলেরোমিটার প্রায় সব ফোনেই পাবেন।

এসিলারেশনের মাপ বুঝাতে মিটার পার সেকেন্ড পার সেকেন্ড m/s2 বুঝায়।

তার মানে, এক সেকেন্ড কোন বস্তুর গতি এক মিটার/সেকেন্ড বৃদ্ধি পেলে তাকে এক একক এসিলারেশন বলা হবে।

Leave a Comment

Your email address will not be published.