Algorithmic Pricing এলগরিদমিক প্রাইসিং কি?

কাস্টমারের ব্যবহারের উপর ভিত্তি করে ভিন্ন ভিন্ন দাম নির্ধারন করাকে এলগরিদমিক প্রাইসিং বলে।

এলগরিদমিক প্রাইসিং এর ব্যাপারটা এতটা জনপ্রিয় না হলেও কিছু ক্ষেত্রে এখনো এটা রয়েছে। যেমন কিছু ইকমার্স সাইট কোন কোন ক্ষেত্রে কিছু অফার দিয়ে থাকে। সাইটে প্রথম ভিজিটর বা একটি পন্য কেনা ভিজিটর বা প্রোমোকোড পাওয়া ভিজিটরের ক্ষেত্রে এক এক জনের জন্য এক এক রকমের দাম হয়।