Ambient Light Sensor এ্যামবিয়্যান্ট লাইট সেন্সর

আলোর উপস্থিতির উপর ভিত্তি করে ডিসপ্লের আলো কমানো বা বাড়ানোর জন্য ব্যবহার করা হয় Ambient Light Sensor (এ্যামবিয়্যান্ট লাইট সেন্সর)।

মানুষের চোখ আল্লাহর রহমতে বেশ দারুন ভাবে এডজাস্ট করে নেয় ঘরের আলোর সাথে। আপনি যদি বেশি আলো থেকে হঠাৎই কম আলোতে প্রবেশ করেন তখন দেখবেন অন্ধকার মনে হচ্ছে। কিছু সময় পরেই চোখ এডজাস্ট করে নেয় এবং ঠিক মতো দেখতে পান।

স্মার্টফোনের ক্ষেত্রে ঘরের আলো মেপে তার উপর ভিত্তি করে যাতে স্ক্রিনের উজ্জলতা কমাতে বাড়াতে পারে যাতে করে-

  • আপনার চোখেরও সমস্যা হলো না।
  • বিদ্যুৎ খরচও কম হলো।
  • দেখতেও ভাল লাগলো।

মোট কথা-অন্ধকার ঘরে যখন আপনি মোবাইল ব্যবহার করবেন তাতে স্ক্রিনের ব্রাইটনেস কমিয়ে দিবে। বেশি উজ্জল স্থানে ব্রাইটনেস বাড়িয়ে দিবে যাতে স্ক্রিন ঠিকমতো দেখতে পারেন। ধারাবাহিকভাবে সে বিভিন্ন আলোর জন্য ভিন্ন ভিন্ন ব্যবস্থা গ্রহণ করবে।

এখন প্রায় সব স্মার্ট ফোনে এ সেন্সরটি থাকে। তারপরেও মোবাইল কেনার সময় দেখে নিতে পারেন।

 

Leave a Comment

Your email address will not be published.