Access Time একসেস টাইম

কম্পিউটারের তথ্য স্টোরেজ (যেমন- হার্ড ড্রাইভ, এসএসডি, ডিভিডি রম, মেমরী কার্ড ) থেকে লোড হতে যে সময় লাগে তাকে একসেস টাইম বলে।

সাধারনতঃ ন্যানো সেকেন্ড বা মিলি সেকেন্ডে মাপা হয়।

Access Point একসেস পয়েন্ট

একসেস পয়েন্ট বা ওয়্যারলেস একসেস পয়েন্ট কম্পিউটার বা মোবাইল ডিভাইজকে নেটওয়ার্কের সাথে যুক্ত করে।

আইপি রাউট করার অপশন চালু থাকলে এটিকে ওয়্যারলেস রাউটারও বলে।

16 Bit ষোল বিট

বাইনারী ১৬ টি অক্ষর পর পর সাজালে যে সংখ্যা গুলো হয় তা নিয়ে কাজ করতে পারে যে কম্পিউটার তাদের 16 bit Computer বলা হয়। এর চেয়ে বড় কোন সংখ্যা নিয়ে কাজ করতে পারে না। এর চেয়ে বড় সংখ্যা হলে এটি ভেঙে ১৬ বিটে পরিনত করে কাজ করতে হয়।

আগের দিনের কম্পিউটারগুলো ১৬ বিট সংখ্যা নিয়ে কাজ করতো। এখন ৩২ বিট এবং ৬৪ বিটে রুপান্তরিত হয়েছে।

১৬ বিটের সবোর্চ সংখ্যা ১১১১১১১১১১১১১১১১ যা ডেসিমেলে ৬৫,৫৩৫