Backup ব্যাকআপ

কম্পিউটার প্রোগ্রাম বা ডাটা হারিয়ে যাওয়ার ভয়ে আরেকটা মিডিয়ায় সংরক্ষণকে ব্যাকআপ বলে।

ইলেকট্রিক, ম্যাগনেটিক বা অপটিক্যাল সংরক্ষণ ডিভাইজ নষ্ট হওয়া, হারিয়ে যাওয়া বা ভাইরাসের জন্য ক্ষতিগ্রস্থ হওয়া, আপডেট হওয়া বা ডিলেট হওয়া সম্ভব। এজন্য প্রতিদিন ব্যাকআপ নেওয়া উচিৎ।

  • অধিকাংশ সময়ই এপ্লিকেশন আপডেট করা হয় না তবে ডাটাবেজ নিয়মিত আপডেট হতে থাকে। তাই সারভারের ডাটাবেজ নিয়মিত ব্যাকআপ রাখা প্রয়োজন হয়।
  • কম্পিউটারের ব্যাকআপ ঠিক রাখার জন্য রেইড করা হয়। এক্ষেত্রে একটি হার্ডডিস্ক নষ্ট হলে আরেকটিতে পাওয়া যায়। রেইড সম্পর্কে জানতে এখানে দেখতে পারেন।
  • ইদানিং ডাটা সিনক্রোনাইজেশন করা হয়, তার মানে সাথে সাথে ব্যাকআপ। যে ফাইল আপডেট করা হয় সেটাই ব্যাকআপ বা একই রকম ফাইল রাখাকে সিনক্রোনাইজেশন বলে।