লম্বা সরু লাইনের মাধ্যমে নম্বর প্রকাশের একটা পদ্ধতি। লেজার বীমের মাধ্যমে লাইনের প্রস্থ্য অনুসারে মেপে দ্রুত একটি নম্বর সংগ্রহ করা যায়।
সাধারণতঃ সুপার শপ ও স্টোরে হিসাব রাখার জন্য পন্যের গায়ে বার কোড লাগিয়ে দেওয়া হয়। পন্য ক্রেতা কিনতে এলে সহজেই কোডটি স্ক্যান করা হয় এবং পন্যের দাম ও অন্যান্য তথ্য কম্পিউটারে সহজেই চলে আসে কারন আগেই বার কোডের মাধ্যমে তথ্য ঢুকানো থাকে।
Bar code scanner
বার কোড রীড করার যন্ত্রকে বার কোড স্ক্যানের বলে। বারকোড স্ক্যানার কম্পিউটারের ইনপুট ডিভাইজ।