ব্যাচ ফাইলের মধ্যে একের পর এক কমান্ড দেওয়া থাকে। কম্পিউটার একটির পর আরেকটি কাজ শুরুর নির্দেশনা দেওয়ার জন্য কমান্ডগুলো লিখে দেওয়া হয়।
লিনাক্স সিস্টেমে সাধারনত এরকম ফাইল তৈরী করে .bat হিসেবে সংরক্ষণ করা হয়ে থাকে।
কম্পিউটারকে নির্দিষ্ট সময় এই কমান্ডগুলো চালনার জন্য ব্যাচ ফাইল চমৎকার সুবিধা দিয়ে থাকে।
ধরুন নির্দিষ্ট সময় পর পর ব্যাকআপ নেওয়া দরকার। বা কম্পিউটার স্টার্ট হওয়ার পর কিছু প্রোগাম চালু করার বা কিছু কমান্ড চালনার জন্য কমান্ডগুলো লিখে চালু করা হয়।
আবার অনেকসময় কোন সফটওয়্যার বা সার্ভিস ইনস্টল করার জন্য অনেকগুলো কমান্ড দরকার হলে একটি বড় ব্যাচ ফাইলে তা লেখা হয় এবং সেটি রান করলেই সার্ভিসগুলো একটিভ হয়ে যায়।
Pingback: Cron Job ক্রন জব – কম্পিউটার ডিকশনারী