Benchmark বেঞ্চমার্ক

নির্দিষ্ট কিছু বিষয়ের উপর ভিত্তি করে একাধিক কম্পিউটার কম্পোনেন্ট বা কোন ডিভাইজের তুলনা কে বেঞ্চমার্ক বলে।

দুই প্রোসেসরের তুলনা করার ক্ষেত্রে সাধারনতঃ গতির তুলনা করা হয়। প্রোসেসর কতটা বিদ্যুৎ খরচ করবে এবং ভিন্ন ভিন্ন কাজে উভয় প্রসেসর কেমন পারফর্ম করে তার তুলনা প্রকাশ করা হয়।

বাস্তবে সব দিক থেকে তুলনা করে একটা পণ্যের সাথে আরেকটার পার্থক্যকে আক্ষরিকভাবে প্রকাশ প্রায় অসম্ভব।