0 এবং 1 দিয়ে তৈরী নম্বর পদ্ধতিকে বাইনারী বলে। শূণ্য দিয়ে বন্ধ (OFF) এবং এক দিয়ে চালু (ON) বুঝায় তাই খুব সজেই অফ অনের মাধ্যমে ইলেকট্রনিক যোগ বিয়োগ ও অন্যান্য অপারেশন করা যায়। এমন কি পৃথিবীর সব ভাষা, সব অডিও, সব ভিডিও বা নির্দেশকে বাইনারী পদ্ধতির মাধ্যমে প্রকাশ করা যায়। কম্পিউটারে আমরা যত ধরনের তথ্য দেখি সবই বাইনারী হিসাবে সংরক্ষিত আছে।
প্রসেসর রেজিস্টার, র্যাম, হার্ডডিস্ক, সিডি, ডিভিডি, প্যান ড্রাইভ, মেররী কার্ড ইত্যাদি সব মাধ্যমে শুধু মাত্র শূণ্য ও এক সংরক্ষিত হয়- আর কিছু না।