buffer বাফার

মেমরী এরিয়া যা সাময়িক প্রয়োজনে ব্যবহৃত হয় এবং কাজ শেষে মুছে দেওয়া হয় তাকে বাফার বলে। প্রিন্টারে প্রিন্ট কমান্ড দিলে ফাইলটির প্রন্ট করার উপযোগি ফাইল কম্পিউটারে কিছু সময়ের জন্য সংরক্ষিত হয়।

যেহেতু কম্পিউটারের চেয়ে প্রিন্টার কম গতি সম্পন্ন এবং কম মেমরী সম্পন্ন তাই এটি কম্পিউটারে থাকে। একাধিক কমান্ড ধারাবাহিক ভাবে প্রিন্ট হয় এই ধারাবাহিকতাকে Que বলে। প্রিন্ট হওয়ার পর ফাইলটি মুছে যায়।

কোন ফাইল খোললেও বাফারে সংরক্ষিত হয় প্রোগামটি বন্ধ করলে ফাইলটি মুছে যায়।