Daemon ডেমন

ব্যবহারকারীর কমান্ড দেওয়া ছাড়াই যে সব প্রোগ্রাম ভিতরে ভিতরে চলতে থাকে তাকে ডেমন বলে।

ইউনিক্স এর মতো অপারেটিং সিস্টেম যেমন লিনাক্সে এ শব্দটি বেশি ব্যবহৃত হয়। বিভিন্ন সার্ভিস কম্পিউটার চালু হওয়ার সাথে সাথেই চলতে থাকে এবং সার্ভিস দিয়ে যেতে থাকে।

যেমন- কোন একটি ওয়েব সার্ভার সয়ংক্রিয় ভাবে HTTPD সার্ভিস চালু হয় এবং সার্ভিস দিয়ে যায়।

লিনাক্সে তিন ধরনের প্রসেস দেখতে পাই

ইন্টারেকটিভ- ইউজার যে কমান্ড দেয়।

ব্যাচ- নির্দিষ্ট সময় চালু হওয়া কমান্ড।

ডেমন- অপারেটিং সিস্টেম নিজে নিজে যে প্রসেস চালু করে।

Leave a Comment

Your email address will not be published.