ডিজিটাল টাকার দুইবার ব্যবহারের ঝুকিকে ডাবল স্পেন্ডিং বলে। কাগুজে টাকা বা সোনার টাকা সহজেই দৃইবার ব্যবহার করা সম্ভব না। কারন এটা যার হাতে থাকবে তার কথা বলবে। কিন্তু ডিজিটাল টাকা ছাপানো সহজ। শুধু কপি করলেই চলবে।
আর ডিজিটাল টাকা যে আপনার এটিএম কার্ডেই থাকে তা কিন্তু না। অনেক ওয়েবসাইটেও ব্যালেন্স এড করে রাখা যায়। তারা ইতিমধ্যে Double-Spending করছে।
ডাবল স্পেন্ড যাতে না হয় তার জন্য আমাদের বিশ্বস্ত কোন প্রতিষ্ঠানের কাছে যেতে হচ্ছে। আর সেই প্রতিষ্ঠানকে চার্জও দিতে হচ্ছে। প্রতি ট্রানজেকশনে ১% খরচ হলে ১০০ ট্রানজেকশনে সম্পূর্ণ টাকার সমানই চলে যাচ্ছে এই সব প্রতিষ্ঠানের হাতে। কি ভয়ানক!
এই ডিজিটাল টাকার এই সমস্যাকে দূর করতে নতুন পদ্ধতি Bitcoin বা তার মতো অনেক সার্ভিস বাজারে চলে এসেছে।
আরো পড়ুন ব্লকচেইন
Pingback: Blockchain ব্লকচেইন – কম্পিউটার ডিকশনারী