Firewall ফায়ার ওয়াল কি?

ফায়ারওয়াল হলো নেটওয়ার্ক সিকিউরিটি সিস্টেম যা কম্পিউটারে আসা এবং যাওয়া প্রতিটি তথ্য নির্দিষ্ট কিছু নিয়মের () ভিত্তিতে যাচাই করে এবং প্রয়োজনে নিয়ন্ত্রণ করে।

ফায়ারওয়াল কম্পিউটারের নিজস্ব সফটওয়্যারের মাধ্যমেও হতে পারে। আলাদা হার্ডওয়্যার ভিত্তিকও হতে পারে। পারসোনাল কম্পিউটার, নেটওয়ার্ক, ওয়েব সারভার বা মেইল সারভারে ভিন্ন ভিন্ন সিকিউরিটি সিস্টেম দরকার হয় তাই ফায়ারওয়ালেরও ভিন্নতা আছে।

ফায়ারওয়াল যা যা করে, সব ফায়ারওয়াল অবশ্য সব কাজ করে না, চাইলে কাস্টমাইজও করা যায়-

  • প্যাকেট যাচাই করে প্রবেশ ও বের হতে দেয়।
  • কোন টেক্সট, এপস বা লিংককে তার নিজস্ব ডাটাবেজে মিলিয়ে দেখে এই লিংক ভাল না খারাপ। ক্ষতিকর হলে ব্লক করে দেয়।
  • ব্যবহারকারীর ইচ্ছা অনুযায়ী একসেস কন্ট্রোল করতে পারে। যেমন কোন কোন ওয়েবসাইটে প্রবেশ নিষিদ্ধ তার তালিকা করে দিলে প্রবেশ করতে পারবে না।