GPU Graphic accelerator card জিপিইউ গ্রাফিক এসেলারেটর কার্ড

আমাদের দেশে গ্রাফিকস কার্ড Graphics card নামে বেশি পরিচিত। কম্পিউটারকে ভাল মানের গ্রাফিকস ভিডিও এবং গেমিং এর সুবিধা দিতে আলাদা এক্সপানশন কার্ড। এটি এজিপি AGP পোর্ট বা পিসিআই PCI স্লট বা পিসিআইই PCIe স্লটে লাগানো থাকে।

গ্রাফিকস কার্ডে আলাদা প্রোসেসর এবং র‌্যাম থাকে যা গ্রাফিকস ডাটা নিয়ে কাজ করে। এখানে এইডডিএমআই এবং ভিজিএ পোর্ট থাকে যেখানে মনিটর সংযুক্ত করতে হয়।

গ্রাফিকস ডিজাইনের কাজ, ভিডিও এডিটিং, এনিমেশন, থ্রিডি এনিমেশন, গেম ডেভলপ এর কাজ করলে এবং উন্নত গেম খেললে কম্পিউটারের সাথে ভাল মানের গ্রাফিকস কার্ড প্রয়োজন হয়।

Source: https://rog.asus.com