Green Wall সবুজ দেওয়াল কি?

সবুজ দেওয়াল বা গ্রীন ওয়াল নতুন ধরনের আর্কিটেকচারাল ওয়াল যার মাধ্যমে দেওয়ালের ভিতরে শাক বা লতা জাতীয় গাছ রোপনের ব্যবস্থা থাকবে। সম্পুর্ণ দেওয়ালটি এই জাতীয় গাছে ঢেকে সবুজ দেওয়াল বানিয়ে ফেলে।

ভার্টিকেল ফার্মিং এর মাধ্যমেও সবুজ দেওয়াল ব্যবহার করা যায় এবং ফল শব্জি গাছও লাগানো যেতে পারে।

Green wall, by Spageo, Wikimedia
  • গ্রীন ওয়াল ইনডোর বা আইটডোর হতে পারে।
  • গ্রীন ওয়াল বাতাস পরিষ্কার রাখে।
  • চোখের জন্য ভাল ও মন ভাল রাখে।
  • শব্দ দুষণ কমায়।
  • ব্র্যান্ড ভ্যালু ও সামাজিক মর্যাদার জন্যও অনেকে গ্রীন ওয়াল তৈরী করে।