ইন্টারনেট ও প্রসেসরের সহজলভ্যতা সাধারন জিনিসপত্রকে নেটওয়ার্কের সাথে যুক্ত করে ফেলছে। খুব শিঘ্রই বাসার ফ্যান, লাইট, ফ্রিজ, এসি, টিভি, কুকার ইত্যাদি যন্ত্র নেটওয়ার্কের সাথে যুক্ত হয়ে যাবে। আর এগুলোর নেটওয়ার্ক ভার্শন চলে এসেছে।
ভয়েজ কমান্ড বা স্মার্টফোনের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যাচ্ছে এই ডিভাইজগুলো। গাড়ী ও দড়জার লক খোলা, লাইট জ্বালানো বা ফ্যান চালানো বা বন্ধ করা খুব সহজ হয়ে গেছে এখন। এমন কি অফিসে বসেও এগুলো নিয়ন্ত্রণ করা যাবে। এই ডিভাইজ গুলোই ইন্টারনেট অব থিঙস।
মূলতঃ সব গুলো জিনিস ওয়াইফাই এর সাথে যুক্ত থাকে এবং তা নিয়ন্ত্রণ করার এপস মোবাইলে থাকে বা গুগল এসিস্ট্যান্ট বা আমাজন ইকোর মাধ্যমে ভয়েজ কমান্ডেও পারিচালনা করা যায়।