বাতাসের মাধ্যমে প্রসেসরের তাপমাত্রা কমানোর চেয়ে পানির মাধ্যমে কমানো বেশ সুবিধা জনক। পানি অনেক বেশি পরিমান তাপ শোষণ করতে পারে।
পানি মোটরের মাধ্যমে বিভিন্ন ব্লকে ঘোরে এবং ঠান্ডা করে। পানি যে তাপ শোষণ করে তা আবার ঠান্ডা করার জন্য কুলিং ফ্যান ব্যবহার করা হয়।
আজকাল বাজারে আলাদাভাবে ওয়াটার কুলিং ফ্যান পাওয়া যায়।
ওয়াটার কুলিং বা Water cooling বলা হয়ে থাকে।