Optical Zoom অপটিক্যাল জুম

লেন্সের মাধ্যমে যে জুম করা হয় তা অপটিক্যাল জুম। আলোর প্রতিসরনের মাধ্যমে ক্যামেরা তার সামনের অংশের ছবির প্রতিবিম্ব তৈরী করে। তাই আমরা দেখি।

ইদানিং কালের ক্যামেরায় একই সাথে অপটিক্যাল জুম এবং ডিজিটাল জুম এর কথা উল্লেখ থাকায় বিষয়টা বুঝতে কঠিন হয়। তাই ডিজিটাল জুম সম্পর্কেও জানতে হবে।

Digital Zoom ডিজিটাল জুম

ছবি ক্রপ করে আমরা যেমন ফটো ইডিটিং সফটওয়্যারের মাধ্যমে বড় করি, ক্যামেরার ডিজিটাল জুমও তাই। ডিজিটাল জুম এ ছবির মান খারাপ হয়।

তাই ক্যামেরা কেনার সময় ডিজিটাল জুম কি আছে তা দেখে লাভ নাই। অপটিক্যাল জুম কত আছে সেটাই প্রধান বিষয়।