Proxy Server প্রক্সি সারভার

প্রক্সি সারভার ক্লাইন্ট কম্পিউটারের গেটওয়ে হিসেবে কাজ করে। প্রক্সি সারভার মূলতঃ ব্যবহারকারী কম্পিউটার ও ইন্টারনেটের মধ্যবর্তি সারভার।

ক্লাইন্ট কম্পিউটার কোন ওয়েবসাইট ভিজিট করতে চাইলে প্রোক্সি সারভার সেই ওয়েবসাইট নিজে ভিজিট করে ক্লাইন্টকে প্রদান করে। প্রোক্সি সারভার ব্যবহার করলে বেশ কিছু সুবিধা পাওয়া যায়।

ইউটিউব
  • ১. ইন্টারনেটের সাইটগুলো আপনার কম্পিউটারের আইপি তথ্য জানবে না। কারন আপনার হয়ে প্রোক্সি সারভার কাজ করে দিচ্ছে, তার মানে প্রোক্সি সারভারের আইপি জানবে।
  • ২. আবার একই সাইট বার বার ভিজিট করলে প্রোক্সি সারভার সাইটটি ক্যাশে লোড করে নিবে। অন্য ব্যবহারকারীরা একই ওয়েবসাইটে প্রবেশ করতে চাইলে প্রোক্সি ক্যাশ থেকে প্রদান করবে। তাই দ্রুত ডাটা লোড হবে।
  • ৩. অনেক প্রতিষ্ঠান তার ব্যবহারকারীতে তথ্য সংগ্রহ করতে প্রোক্সি সারভার ব্যবহার করে। কম্পিউটার ব্যবহারকারীরা কে কোন ওয়েবসাইট বা আইপি ভিজিট করে তার তথ্য সংগ্রহ করে রাখে প্রোক্সি সারভার।