চাকরী প্রার্থীকে ভাল বেতনের চাকরীর লোভ দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার পদ্ধতি এটা। অনলাইনে চাকরীর বিজ্ঞাপন দেখে অনেকে আবেদন করেন এবং তাদেরকে ভূয়া অফারলেটার পাঠানো হয়।
ভিসা বা অন্য প্রসেসিং ফি বাবদ একটা টাকা ধার্য করা হয় এবং দিতে বলা হয়।
এধরনের কাজে সাধারনতঃ কোন একটি প্রতিষ্ঠানের নাম ও তাদের লগো ব্যবহার করা হয়ে থাকে। এবং প্রায় একই ধরনের ডোমেইন বা ইমেইল ঠিকানা ব্যবহার করা হয়ে থাকে। চাকরী প্রার্থী বুঝতেই পারে না যে এটা অন্য কেই পাঠিয়েছেন।