Boot Sector বুট সেক্টর

কম্পিউটার চালু হওয়ার বা বুট হওয়ার জন্য এটি ফ্লপি বা হার্ড ডিস্কের তথ্য খোজে। বুট হওয়ার তথ্যগুলো যে অংশ থাকে তাকে বুট সেক্টর বলে। আইবিএম কম্পিউটারে বিভিন্ন ধরনের বুট সেক্টর থাকতে পারে। তবে, সাধারনতঃ Master Boot Record (MBR)   এ বুট ইনস্ট্রাকশন থাকে। এটি হার্ডডিস্কের প্রথম পার্টিশন। এখানে অন্য পার্টিশনের প্রথম অংশের তথ্যগুলোও (VBR) থাকে।