Boot বুট

কম্পিউটার চালু করা সুইচ চাপ দেওয়ার পর এটি মাদারবোর্ডের বায়োস এর মাধ্যমে সব ডিভাইজগুলোকে চেক করে। প্রতিটি ডিভাইজের তথ্য চেক করার পর অপারেটিং সিস্টেম খুজে সেটি চালিয়ে দেয়। এই প্রক্রিয়াকে বুটিং বলে। আমরা চালু হওয়াকে বুট হয়েছে বলি।