Bokeh বোকেহ

ছবির ব্যাগ্রাউন্ড যখন ফোকাসের বাইরে থাকে তখন ব্যাগ্রাউন্ডের উজ্জল আলো বেশ সুন্দর ইফেক্ট তৈরী করে যা সম্পূর্ণ অংশটা বুঝা যায় না। এটাকে বোকেহ বলে। বোকেহ ব্যাবহারের ফলে ফোকাসে থাকা অংশের ছবিটি বেশি হাইলাইট হয়। আবার প্রাইভেসি জনিত কারনেও ছবির বাইরের ব্যাগ্রাউন্ড বোকেহ করা হয়।