Long exposure photography লং এক্সপোজার ফটোগ্রাফী

দির্ঘ সময় ধরে একটা ছবি তোলার পদ্ধতি। কম আলোতে ছবি তোলতে গেলে কিছু চলমান এবং কিছু স্থির ছবি তোলার ক্ষেত্রে এটা একটা জপ্রিয় ফটোগ্রাফী টেকনিক। এই পদ্ধতিতে চলমান অবজেক্ট ভিন্ন ভিন্ন অবস্থানের ঝাপসা ছবি ওঠে। আর স্থির অংশ স্থির থাকে। কয়েকটি উদাহরণ দিলে হয়তো বুঝতে সুবিধা হবে।