Aspect Ratio এসপেক্ট রেসিও

ছবি বা ভিডিওর দৈর্ঘ্য ও উচ্চতার অনুপাত। ছবির ক্ষেত্রে এবং ভিডিওর ক্ষেত্রে ভিন্ন ভিন্ন এসপেক্ট রেসিওর প্রচলন আছে। ৮*১০ রেসিও আর ৪*৫ একই। ইদানিং ৯*১৬ রেশিও ভিডিওতে বহুল প্রচলিত হচ্ছে। কারন অধিকাংশ মনিটর ও টিভি এই রেশিওর ডিসপ্লে। ইদানং মোবাইল ফোনে ৯ঃ১৮ বেশ প্রচলিত হচ্ছে । সম্ভবতঃ বহনের সুবিধার জন্য।