RAM র‌্যাম কি?

Random Access Memory বা Main Memory বা System Memory বা Primary Memory নাম যেখানে দেখবেন বুঝবেন র‌্যাম এর কথা বলা হচ্ছে। র‌্যাম মূলতঃ এ কম্পিউটারের ব্যবহার উপযোগি মেমরী।

 

ম্যাগনেটিক ডিস্ক বা অপটিক্যাল ডিস্কে যে তথ্য থাকে তা নিয়ে কম্পিউটারের প্রসেসর সরাসরি কাজ করতে পারে না। তাই প্রথমে সেকেন্ডারী মেমরী থেকে কম্পিউটারের প্রাইমারী মেমরী তথা র‌্যাম এ তখ্য চলে আসে। এই তথ্যে যে কোন অংশ র‌্যান্ডমলি ব্যবহার করা যায়। আর তাই এটি সেকেন্ডারী মেমরী এর চেয়ে বেশ দ্রুত কাজ করে।

রম, ডিভিডি বা হার্ডডিস্ক এর মতো এটি তথ্য সংরক্ষণ করে না। বিদ্যুৎ চলে গেলে তথ্য হারিয়ে যায়। তাই তো কম্পিউটার হুট করে বন্ধ হলে আবার নতুন করে সব কিছু খুলতে হয়। এটাকে বলে volatile ভোলাটাইল মেমরী।