True Tone Display technology ট্রু টোন ডিসপ্লে

এপল এই টার্মটি ব্যবহার করে তাদের একধরনের ডিসপ্লের ক্ষেত্রে যা চার পাসের পরিবেশ অনুসারে ডিসপ্লে সয়ংক্রিয় পরিবর্তন করে।

সিনেট থেকে ছবি

আমাদের চোখ আসপাসের পরিবেশের সাথে মিলিয়ে যে কোন জিনিসের প্রতিফলিত আলো চোখে পরে। বেশি আলোতে চোখ বন্ধ হয়ে আসে, কম আলোতে চোখ নিজে থেকে এডজাস্ট করে নেয় এবং আরো ভালভাবে দেখার চেষ্টা করে।

দিনের বেলা বেশি আলোতে মনিটর অনেকটা হালকা মনে হয় আবার কম আলোতে মনে হয় বেশি লাইট। এটাকে ফিল্টার করে আলোর পরিবর্তন করে ট্রুটোন। মূলতঃ এমবিয়্যান্ট লাইট সেন্সর (Ambient Light Sensor ) এর মাধ্যমে বাইরের আলোর অবস্থার ভিত্তিতে ফিল্টার করা হয়।

যারা কমার্শিয়াল গ্রাফিকস ডিজাইনের কাজ করে বা ভিডিও নিয়ে কাজ করে, যারা কম্পিউটারের রং এর সাথে বাস্তব কোন ডিজাইন ধরুন জামা কাপড়ের ডিজাইন মিলিয়ে দেখে তাদের জন্য এটি খারাপও হতে পারে-আর এটি বন্ধ করা সম্ভব।